বিশ্বপ্রাণ রবি
-শ্রী স্বপন কুমার দাস
⇔⇔⇔⇔⇔⇔⇔
পুবের রবি পশ্চিমে ঢলে
দেখি রোজ প্রাতে সন্ধ্যে,
বিশ্ববাসীর প্রাণের রবি
অদ্য দিবসে অন্তিম ছন্দে।
রেখে গেলেন সব কিছুই
দুহাত উজাড় করে,
সুন্দর তাঁর সৃষ্টি সৃজনী
বিশ্ববাসীর দুয়ারে।
ভুবন কাঁদে ভারত কাঁদে
কাঁদেন বঙ্গ জননী,
বাঙালি হৃদয় সাথে কাঁদে
ঠাকুরবাড়ি অবনী।
বাঙালি গর্ব অন্তিম রবি
পশ্চিম আকাশে ঢলে,
পুব গগনে আর ফেরেনি
বিশ্বভুবন আঁচলে…!!
⇔⇔⇔⇔⇔⇔⇔