বাংলা আমার
-কাজী নজরুল ইসলাম
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
বাংলা আমার মন হারিণী রূপের ফল্গুধারা
চির সবুজ বন বনানী জুড়ায় নয়ন তারা
বাংলা আমার পাখপাখালীর মিষ্টি মধুর গান
রঙ বেরঙের ফুলের বাহার মন মাতানো ঘ্রান।
বাংলা আমার নদীর বুকে মাঝির সারি গান
হাওয়ায় দোলে স্বপ্নে ঘেরা চাষীর সোনার ধান।
বাংলা আমার বাদল দিনে জীব জগতে প্রাণ
টই-টুম্বুর খালে বিলে বইছে খুশির বান।
বাংলা আমার কাশের বনে খেলা হাওয়ার ঢেউ
বসছে মেলা খেলছে খেলা ধরছে কেহ মেউ।
বাংলা আমার মিঠাই পিঠা নতুন ধানের চিড়ে
ছোট্ট কুঠিরে শান্তির ঘুম গাছ গাছালীর ভিড়ে।
বাংলা আমার জীবনানন্দ রূপের গীতি কথা
মধুসূধনের প্রবাস ছেড়ে ঘরে ফেরার গাথা
বাংলাকে পাই নজরুলের ছড়া ছন্দ গীতে
বাংলাকে পাই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীতে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼