নিঃসঙ্গ অবেলা
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼
ছোট্ট একটা জীবন তবুও নিঃসঙ্গ অবেলা,
কেউ তো জানে না, কোথায় থামবে ভেলা।
আবির মাখা সন্ধ্যা বলে দেয় যেন এই পৃথিবীটাও একা,
ক্ষণিকের আনন্দ চাওয়া -পাওয়া, যেন ক্ষণিকের দেখা।
নিঃসঙ্গ সন্ধ্যা, তবু কত সুন্দরও রূপরেখা,
ছোট্ট জীবনটা যেন শুধু রং তুলিতে আঁকা।
মনের ভেলায় ভেসে আসে যেন নিঃসঙ্গ ওই গভীর রাত, এইতো জীবন ওই আকাশে সূর্য ওঠে জানাতে সুপ্রভাত।
পৃথিবীতে রয়ে যায়, অপূর্ণ কত সুন্দর সাধ,
শুধু সাথী হয়ে সাথে রবে, জীবনের ইবাদত।
অন্ত্যমিল যেন জীবন কবিতারও অহংকার কাব্য রচনা,
সুখ দুঃখের কত গল্প দিয়ে, ছোট্ট জীবনেরও হয় সূচনা।
নিঃসঙ্গ প্রভাত, এখানে শুধুই নীরবতা,
বুকের মাঝারে, জমা হয় হাজার কথা।
নিঃসঙ্গ মনের ভিতরে, কাব্য যেন এক মাত্র নব শক্তি, অন্ত্যমিলের ভেলায় পঙক্তি মালা যেন এক নব ভক্তি।
∼∼∼∼∼∼∼∼∼∼