হাল্কা করে বুক
-মাহবুব আলম বুলবুল
∼∼∼∼∼∼∼∼∼
আপন ছিলি শত্রু হলি
কি হবি এর পর,
সময় করে বলে দিবি
বেঈমান স্বার্থপর।
তোর ক্ষতি তুই করে
আমায় দিলি কষ্ট,
পাপের ভারে একদিন হবে
মাথা তোর নষ্ট।
আমার ভালোবাসার তুই
দিলি নাকো দাম,
অন্তর থেকে কেটে দিছি
বেঈমান তোর নাম।
জীবনে আর চাই না দেখতে
আমি তোর মুখ,
বাঁচার মত বাঁচবো আমি
হাল্কা করে বুক।
যেমন ছিলি তেমন থাকবি
আগাতে পারবি না,
শয়তানের রূপ ধারণ করে
বেশি বাড়বি না।
পশ্চিম আকাশে মেঘ জমেছে
উঠতে পারে ঝড়,
সাবধানে কিন্তু থাকবি তুই
ভাঙতে পারে ঘর।
∼∼∼∼∼∼∼∼∼