জন্মদিনে
-সুজিত শর্মা বিশ্বাস
≡≡≡≡≡≡≡≡
চলতে চলতে পার হয়ে যাই ছয়ের থেকে সাত,
প্রথম আমি একাই ছিলাম কেউ ছিল না সাথ।
মনের মাঝের বাংলা কথা লিখবে কোথায়? তাই
দূরের দেশে বসে বসে ভেবেই মরে যাই।
দূরের দেশে নাইতো চলন বাংলা ভাষার বাক
মায়ের ভাষা বুকেই থাকে পায়না বলার ফাঁক।
তাইতো সেদিন জন্ম নিলাম ফেসবুকেরই ঘর,
শ্বাস ছেড়ে সব বাঁচলো মানুষ ভগবানের বর।
হাজার লোকের ভালোবাসায় চলছি ছুটে পথ,
হয়তো ধর্ম ভিন্ন তাদের হয়তো ভিন্ন মত।
জন্মভূমি হয়তো ভিন্ন ভারত বাংলাদেশ,
এপার ওদের ওপার তাদের আছে সবাই বেশ।
তবু তাদের ভাষা একই বাঙালি সব জন,
মনের কথা বলতে পেরে পেলো রত্ন ধন।
লেখার কলম যায় ভরে রোজ লেখায় দারুণ ভার
কবিতার এই পাতায় ভরা সকল লেখার সার।
চলবো ছুটে অনন্ত কাল এই সে ধরার মাঝ
ভাষার নিশান তুলবো ধরে সেটাই আমার কাজ।
≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
আমি সুজিত শর্মা বিশ্বাস পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে ইংরেজি ১৯৬২ সালে জন্ম।
বহরমপুর শহরেই শিক্ষা জীবন শেষে বহরমপুর শহরেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি শেষে আজ অবসরপ্রাপ্ত কর্মচারী। সখের বশে একটু ছন্দ ছড়া লিখে সময়ে কাটাই।