কবিতার পাতা
-অশোক কুমার পাইক
∼∼∼∼∼∼∼∼∼∼
সপ্তম সুরে বাজাও বাঁশি ওহে রাখালিয়া,
সপ্ত প্রদীপ জ্বালাও তরুণী ভক্তি খুলিয়া ;
সপ্তম রাগে গাও হে গায়ক শিক্ষা রাগিনী,
অন্তরে প্রভাবিত হোক সুমধুর সুভাষিনী l
‘কবিতার পাতা’ সপ্তসাগরে ভাসিছে দুলি
বিশ্ব পৃথিবীর উথালপাথাল ঢেউ যে ভুলি,
সাতটি বছরে জ্ঞান সাগরে দীপ্ত ভাসমান
সৃষ্টির আদি ও অন্ত প্রাণবন্ত নাই অবসান l
সপ্তবর্ষ উদযাপনে মাঙ্গলিক সানাই সনে
সিঁড়ির সপ্তমধাপে পদার্পনে মিল্লাত মনে,
অপূর্ব উন্মোচনে শিক্ষা আঙিনার ধ্যানে
উজ্জ্বল ভবিষ্যতে আবিষ্ঠ বিস্তীর্ণ জ্ঞানে l
দর্শনে আকৃষ্ট, শ্রবণে ভাবাবিষ্ট পূর্ণ স্মৃতি,
সাহিত্যের মনিহার,দানেতে নিঃস্বার্থ প্রীতি,
প্রাঞ্জল মহিমায় বিকশিত সাহিত্য কাননে
গৌরবে গৌরাবান্বিত,নিঃসৃত নর আননে l
সপ্তমবর্ষে ভৌগোলিক সীমারেখা বাড়িয়ে
সপ্তমবর্ষ পালনে লেখকের হৃদযন্ত্র নাড়িয়ে
দীপ্ত, প্রস্ফুটিত, প্রজ্জ্বলিত সৃষ্টির দরবারে,
কি আনন্দ হিল্লোল ধ্বনি অন্তরে অনুসারে l
‘কবিতার পাতা’, তার যে অস্থিমজ্জা শক্ত,
বিদ্যা বিতরণে, নিবিষ্ট মনে অগণিত ভক্ত ;
অপূর্ব আয়োজনে, সপ্তম প্রতিষ্ঠা দিবসে —
প্রজ্জ্বলিত হবে সাতটি বাতি জ্ঞান সরসে l
আমি যে কবি, অন্তরে বাজে কবিতার ধ্বনি
কবিতার পাতা’, প্রসারিত হোক শিক্ষারমণি,
সাহিত্য সাধনার পীঠস্থানে ধ্যানস্থ কত কবি
সুদীর্ঘ পথে উজ্জ্বল উপস্থিতি সুনামের ছবি l
হে কবিতার পাতা, জ্ঞানের ছাতা বিশ্বভুবনে
তোমার সৃষ্টি অদ্ভুত, এক অলৌকিক লগনে,
ঘন কালো মেঘে ভাসা দুরন্ত আষাঢ় প্লাবনে
তব জন্মের মঙ্গল কামনা করি কাব্য শ্রবণে l
∼∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের lআত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l