এ কেমন লীলা

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈

ধরাপরে ধুলোঝড়…!

এ কেমন অনাসৃষ্টি,

শ্রাবণের ধারা নেই, মেঘে নেই বৃষ্টি।

ফুটিফাটা রোদ্দুর…!

উগ্র নয়নে খরা,

চাষিদের মাথায় হাত, ধানচারা মরা।

হায় ঈশ্বর…!

এ তোমার কেমন খেলা,

ধরণী ওপরে তোমার, এ কেমন লীলা?

সবুজ পৃথিবীটা কি…!

তবে ধ্বংসের মুখে,

জীবকুল কি তবে,ধরাশায়ী দিকে…!

জগতের নাথ জগন্নাথ

এটি কিসের ইঙ্গিত,

কলির শেষ লিখেছিলেন, কোন সে পণ্ডিত?

≈≈≈≈≈≈≈≈≈

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*