
সে দিনের সেই দিন
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈≈≈
সে দিনের সেই দিন হৃদয়ে নাড়া দেয় স্মৃতিগুলো আজও,
ভুলতে পারিনি মাঝে মাঝে মনে নিয়ে আসে পুরোনো দিনগুলো।
তোমার আমার অজানা এক পথের ধারে হয়েছিল কথা,
জানি না কেন কষ্ট হয় সেই দিনের কথা গুলো কেন আসে মনে ।
মনে পড়ে সেই একটি দিনে তুমি দিয়ে ছিলে ভালোবাসা মোরে,
আমি ও চেয়েছিলাম আশা ছিল মনে ঘর সংসার বাঁধবো।
তুমি তো চলে গেলে এমন দিনটিতে আমায় ছেড়ে,
ভাবিনি বিধাতা সময় পেলোনো নিল তোমার প্রাণটা ছিনিয়ে ।
মনে পড়ে খোলা আকাশের নীচে বসে তোমার আমার গল্প বলা,
ভেবে তো ছিলাম সারাটা জীবন হবে একসাথে চলবো হাতে হাত রেখে ।
মাঝে মাঝে কান্না ঝরে দিনের পর দিন যায় এভাবেই কাটে বেলা,
তোমার আমার স্মৃতি গুলো কেবল আমায় কাঁদায় দিনরাত।
স্বপ্নে আসো তুমি ছূঁতে চাই , ধরা দিতে পারো না তুমি!
সেই দিনের সেই দিন ভাবনাতে আজও আমি তোমার ।
চিরদিনের চির সাথী স্মৃতি হয়ে মনে একদিন আমি ও যাবো চলে,
এই ভালোবাসা থাকবে এক সনে যতদিন আছি পৃথিবীর বুকে।
এমন তো কথা ছিলো না সেই দিনের সেই দিনটা অভিশপ্ত,
শিহরণ জাগে ভালোবাসার ডোরে রাখতে পারলাম না ধরে।
দিয়ে গেলে একা করে জীবন কাটে মনখারাপের দেশে,
সেই দিনটা এমনই অভিমান করেছিলে বন্ধন ছেড়ে যেতেই হলো।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি=
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি।
১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।ছোটবেলা থেকেই লেখার আগ্রহ ছিল ।আজ মুখবইয়ের দৌলতে বিভিন্ন জায়গায় লেখার সুযোগ পাই।