শুভকামনা
-তনুশ্রী বসু (পাত্র)
∞∞∞∞∞∞∞∞∞
স্থান, কাল পাত্র, সময় ভেবে আসেনা জন্মদিন
প্রতি জন্মদিন হোক শুভ সমস্যা মুক্ত রঙিন।
পথ চলার সপ্তম বর্ষ, হোক উজ্জ্বল, নির্মল, পবিত্র
বিশ্বের দরবারে ”কবিতার পাতা” হোক প্রতিষ্ঠিত।
তোমাদের হাত ধরে আমাদের পথচলা হয়েছে শুরু
শিখেছি তোমাদের কাছে অনেক কিছু তোমরা গুরু।
দীর্ঘ সাতটি বছর করেছ অক্লান্ত,অপরিসীম ধৈর্য
আছে সুবিচার, আছে সততা করেছ অনেক সহ্য।
শিখেছি অনেক সাহিত্যের ভিন্ন ভিন্ন স্বাদের রসনা
তোমরা বাড়িয়ে দিয়েছ হাত, দিয়েছি নানা উপমা।
ছোট্ট বৃক্ষ থেকে হয়েছ বিশাল মহীরুহ নানা বিভাগে
সাহিত্য প্রেমীরা বিচরণ করছে, আজ আনন্দে নির্ভয়ে।
দেখতে দেখতে করবে সপ্তম বছরে তোমরা পদার্পণ
একথা ভেবে আনন্দে ভরে ওঠে আমাদের মন।
দিনেদিনে “কবিতার পাতা” নির্ভয়ে বেড়ে উঠুক
জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মনপ্রাণ ভরুক।
সুখে, আনন্দে থাকুক এডমিন, সম্পাদক, মডারেটার
সদস্য সবার হোক,কলমের লেখনীতে সূক্ষ ধার।
এখানেই শেষ করছি আমার শুভেচ্ছা ও শুভকামনা
আমার আন্তরিকতায় নেই খাদ, আছে শুধুই প্রার্থনা।।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।