বউচি
-মোহাম্মদ নাসির উদ্দিন
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
চলো চলো, চলো সবাই
গোমতী নদীর তীর,
বর্ষার জলে বউচি খেলবে
শোল, বোয়াল আর আঁড়।
পুঁটি আছে বউয়ের ঘরে
বোয়াল দিছে ‘চি’,
শোল মাছের দল বউ পাহারায়
চিতল বলে ছি!
বোয়াল মুখে বউ তুলেছে
সবার চোখে ধুল,
এথায় খুঁজে সেথায় খুঁজে
আঁড় বলেছে গোল।
মলা, ঢেলা কাচকি নাচে
সাথে নাচে কই,
বউ চোর খেলায় জয়ী বোয়াল
পুরস্কার দেয় রুই।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
মোহাম্মদ নাসির উদ্দিন
পেশা: শিক্ষকতা
সাহিত্যকে ভালোবাসি তাই লিখার চেষ্টা করছি।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অজপাড়াগাঁয়ে আমার জন্ম। শৈশব থেকেই লিখার চেষ্টা করছি। দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমার লিখা প্রকাশিত হচ্ছে। আমি ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেন্ট বিনির্মানের জন্য তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নূরুল ইসলাম নাহিদ এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করি। আমি শিক্ষকতার পাশাপাশি বিজ্ঞান চর্চা করছি।