অভিশপ্ত মোহর কুঞ্জ
-রাণু বর্মণ
∞∞∞∞∞∞∞
সেই রাতের পর আর ফিরে এলেনা কেন ?
উদভ্রান্ত দুটো চোখ ছুটে চলেছে
নদী মাঠ খাল বিল পাহাড় অরণ্য সমভূমির বুকে।
আঁধারে আলোতে গোধূলির ধূলিকণাতে,
কোথায় খুঁজে পায়নি তোমাকে।
কামনারা অভুক্ত থেকেছে বহু বছর
উৎসেচক ইন্দ্রিয় গুলো আর উত্তেজনায় সাড়া দেয় না।
মনের ভূমিপৃষ্ঠে আগাছার জন্ম হয়েছে
অনাবাদি জমি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
এখন আর কোকিলের ডাক শোনা যায় না
শৃগালের শব্দ রাতের অন্ধকারকে গ্রাস করে।
স্বার্থপর বসন্ত কাম রসে নিমগ্ন হয়ে ,
যৌবন রস আস্বাদনে এক শরীর থেকে অন্য
শরীরে ছুটে চলেছে।
জীবনের পথে নিঃসঙ্গ একাকী চলা বড় কষ্ট।
বহু দিন পরে ভগ্ন প্রায় মোহর কুঞ্জের পাশে
ক্লান্ত অবসন্ন বিদ্ধস্ত ছেঁড়া নোংরা শাড়ি পরা
দুর্গন্ধ গায়ে ,চোখের কোণে কালসিটে ,
কিছু ঝরা শুকনো রজনীগন্ধা পড়ে আছে আশেপাশে ;
চুল গুলো আলুথালু সে এক পাগলিনী বেশ।
ভালোবাসায় সব হারিয়ে রিক্ত শূন্য
দেহ কান্ড থেকে ঠিকরে বেরিয়ে আসা
দুটি চোখের অব্যক্ত ভাষা বলছে— সে আসবে
রজনীগন্ধার সুরভী সুবাসে সাজানো ঘরে,
প্রদীপের আলোতে গোলাপের পাপড়ি ছড়ানো
বিছানায়,সে আসবে—
পিপাসার্ত চোখে দুটো আজও মিলনের অপেক্ষায়—
জানিনা আর কোন দিন দেখা হবে কিনা
এই অভিশপ্ত মোহর কুঞ্জে।।
∞∞∞∞∞∞∞