তালপ্রেম

-দেবব্রত মাজী

≈≈≈≈≈≈≈≈≈≈

তাল পাতাতে হয় নানা –

ধরনের হাতপাখা,

গ্রীষ্মে অতিথিকে সেবা

দিলে করে হাত ব্যথা।

জলভরা তাল শাঁস

লাগে ভালো খেতে,

সন্দেশও হচ্ছে জলভরা

তাই তালশাঁস মেতে।

দাপরে শ্রীকৃষ্ণ মজে ছিল

সেও তাল প্রেমে,

জন্মাষ্টমীতে তালের বড়া

চাই তাই বংশক্রমে।

নারায়ণও ছিল না বিরহে

তাল প্রেমের মজা থেকে,

তাল নবমীতে তাই

তাকে দিতে হয় খেতে।

লক্ষ্মীও পারেনি থাকতে

তাল প্রেম থেকে সরে,

কোজাগরী লক্ষ্মীকে তাই দেয়

তালের ফোঁপল ভরে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

আন্তর্জাতিক বিশিষ্ঠ কবি ও সহিত্যিক দেবব্রত মাজী, সাহিত্যজগতে একজন উদিয়মান উজ্জ্বল নক্ষত্র। তিনি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং World Poetic Fraternity অন্তর্ভুক্ত; পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলা থানার দেউলপুর গ্রামে্ ১৯৬১ সালের ছয়ই সেপ্টেম্বর জন্মগ্রহন করেন এবং পিতা ৺হরেন্দ্র নাথ মাজী মাতা ৺নির্মলা মাজী স্ত্রী শিপ্রা মাজী ছেলে ধীরাজ মাজী মেয়ে মৌমিতা মাজী নিয়ে এখনও বসবাস রত। তিনি চারটি Honorary Doctorate দিয়ে সন্মানিত হয়েছেন UNCPAW, FIDEPA, ALIDA ও IPAC থেকে এবং সাতটী বর্ষসেরা সাহিত্য সন্মান তন্মধ্যে একটি রৌপ্য সরস্বতী সন্মাননায় ভূষিত। দেশ ও বিদেশে তাঁহার সাহিত্যকলার অনবদ্য সৃষ্টি সর্বত্র ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকা, ম্যাগাজিন, সংবাদপত্র, Contemporary Anthology এবং সাহিত্যপ্রেমিরা তার সৃষ্ট সৃষ্টিকে ভূয়সী প্রশংসা করেন। দুই বন্ধুর সহযোগিতায় তিনটি ISBN যুক্ত কবিতা বিচিত্রা (১১২ পৃষ্ঠা), কবিতা দর্পণ (১২০ পৃষ্ঠা)এবং প্রবাদ আঙিনা (১২০ পৃষ্ঠা) কবিতার বই পাঠক সমাজে সমাদৃত হয়েছে। ৪৬তম কোলকাতা আন্তর্জাতিক বই মেলায় সাহিত্যযাত্রা শুরু বিভিন্ন পত্র–পত্রিকা ও সংকলনের মাধ্যমে এবং আজ ১৮০ টি সংকলনে তার কবিতা ঘোরাঘুরি করছে। বিভিন্ন অনলাইন পত্র–পত্রিকা, সংকলন ও ম্যাগাজিন থেকে ৮০৮৮ টির বেশী সন্মাননা পেয়েছেন দেশ ও বিদেশ থেকে। আজ তিনি সর্ব অলঙ্কারে ভূষিত যেমন ভারত গৌরব সন্তান সন্মান, আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংহতি সন্মান, দুই বাংলার কবিরত্ন সন্মান, শরৎ সাহিত্য রত্ন সন্মান, পঞ্চরত্ন ও নবরত্ন কলম সন্মাননা এবং বাংলার শিক্ষা গৌরব, আন্তর্জাতিক কবিরত্ন সন্মান, Royal of Art and Literature Award, Bishwa Bongo Sahity Award, Golden Pen Award, Laurate Award, Golden Star Award, William Shakespeare Award, Royal Medal, Royal Award, Poet of Nature Award, Gold Poetry Prize Winner; দুইবার The Nobel Prize পেয়ে Global Recognition অধিকারী হন। কর্মজীবনেও ৬০টি সন্মাননার মধ্যে ছয়টি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সন্মানিত হয়েছেন। সম্প্রতি আলোর দিশা সাহিত্য পত্রিকার বার্ষিক ২০২৩ অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*