বন্যা
-মোঃ আবু তাহের মিয়া
≈≈≈≈≈≈≈≈
ভোরের সূর্য উঠবে ঐ
ক্ষাণিকটা আঁধার কেটে,
কষ্ট সয়ে ধরলে ধৈর্য
রহমত আসবে ছুটে।
বন্যা কবলিত মানুষগুলো
করছে কষ্ট অবিরাম,
সহায়তার হাত বাড়িয়ে
রবের নিকট কর সুনাম।
কর্ম জীবনের ব্যস্ততায়
ভুলে যেওনা ওদের,
তাঁদের পাশে দাঁড়াও যদি
হবে পর জীবন সুখের।
ছুটরে সবাই তাড়াতাড়ি
পানিবন্দীদের কাছে,
জীবনের সুখ ছেড়ে খুঁজ
ওদের কি দরকার আছে।
আল্লাহর আরশ দেখছে
কার হাত কত বড়,
দেরি নয়,আর দেরি নয়,
বন্যার্তদের ব্যবস্হা কর।
দু’দিনের এই দুনিয়ায়
দুঃখীর পাশে দাঁড়ালে,
প্রভুর আরশ হতে রহমত
নিজে কুড়িয়ে নিলে।
≈≈≈≈≈≈≈≈