মানবতার হাত
-সিরাজুল ইসলাম মোল্লা
∞∞∞∞∞∞∞∞∞∞
আজ অস্থির বাংলাদেশ, এলো মরার উপর খাড়া ঘা,
এলো আকস্মিক বন্যা, ডুবে গেল ঘর বাড়ি ডুবে গাঁ।
মানুষ পশুপাখি মিলেমিশে আজ একই ছাদের তলে,
স্মরে মন স্রষ্টার সৃষ্টির অপূর্ব লীলা একেই বুঝি বলে!
আজ বান ঘিরে নেই কোন রাজনীতি নেই অধর্মমতি,
ভোলা মনে মানবতার দীক্ষা দিয়ে যায় শিক্ষা প্রকৃতি।
ভাসে পশু ভাসে মানুষ নেই আশ্রয় নেই কোন খাবার,
চারিদিক শুধু পানি আর পানি হয়ে গেছে মহাপাথার।
এ যাবত স্মরণকালে দেখা যায়নি এমন বান কোথাও,
ডুবেছে ঘরবাড়ি ডুবেছে পথঘাট ডুবছে মহাসড়কও।
ভেসে যায় জীবনের সব ভাসে পবনে বাঁচার চিৎকার,
দুহাত তুলে করি ফরিয়াদ চাই ক্ষমাদৃষ্টি মহান স্রষ্টার।
ভেলা নৌকা স্পিডবোটে সব নিরাপদ আশ্রয় খোঁজে,
ধনী গরীব সকলে একাকার হয়ে মানবতা কী বোঝে!
হাতে হাত ধরে কাঁধে কাঁধে রেখে ভুলে সব জাতপাত,
ভুলে কষ্ট ভুলে অভিমান রাখে আজ মানবতার হাত।
সামরিক বেসামরিক, ছাত্র জনতা কবি শিল্পী বিধর্মী,
সর্বত্র সহায়তা দিয়ে বানভাসি উদ্ধারে সবাই সহমর্মী।
আছে কেউ খাবার নিয়ে কেউ সহায়ক হাত বাড়িয়ে,
আছে কেউ ক্ষুধার্ত কেউ ভাসমান তব মুখে তাকিয়ে।
যে যেখান হতে যা পারো তাই নিয়ে এসো সবার সাথ,
জাগাও নৈতিকতা দাঁড়াও পাশ রাখি মানবতার হাত।
কাঁদে মানবতা জাগো বিবেক তথা, রবে কত ঘুমিয়ে?
আমরা মানুষ আমরা বাঙালি মানবিক দিই জানিয়ে।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর-১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।