বন্ধ হোক

-বিনয় জানা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

মিথ‍্যে সান্ত্বনা দিও না আর

এর নেই প্রয়োজন!

প্রতিবাদ বলে করছো কেন

ক্ষমতার আস্ফালন?

গেরুয়া সবুজ ঘটি বাটি

অভিনয় করে যায়;

TRP-র জন‍্য মিডিয়া এসে

প্রশ্ন করে জ্বালায়।

মন থেকে প্রতিবাদ হলে

প্রথম দিনেই হত;

চাপে পড়া এই প্রতিবাদ

বাড়ায় বুকের ক্ষত।

বাবা মায়ের বুকের ব‍্যথা

কবে তোমরা বুঝবে;

লোক দেখানো মিথ‍্যে অশ্রু

আরও কত ফেলবে?

বন্ধ করো এই জমায়েত

প্রাণহীন এই লীলা;

বন্ধ হোক প্রতিবাদ আর

ধ্বংস ধ্বংস খেলা।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বর দহ জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত. অবসরপ্রাপ্ত NTPC Employee. মূলত সাহিত্যের একজন পাঠক। মাঝে মাঝে লেখার চেষ্টা। জীবন পথের বাঁকে বাঁকে কুড়িয়ে পাওয়া নুড়ি পাথর গুলো কবিতার আকারে সাজিয়ে দেওয়ার চেষ্টা করা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*