বন্ধ হোক
-বিনয় জানা
≈≈≈≈≈≈≈≈≈≈≈
মিথ্যে সান্ত্বনা দিও না আর
এর নেই প্রয়োজন!
প্রতিবাদ বলে করছো কেন
ক্ষমতার আস্ফালন?
গেরুয়া সবুজ ঘটি বাটি
অভিনয় করে যায়;
TRP-র জন্য মিডিয়া এসে
প্রশ্ন করে জ্বালায়।
মন থেকে প্রতিবাদ হলে
প্রথম দিনেই হত;
চাপে পড়া এই প্রতিবাদ
বাড়ায় বুকের ক্ষত।
বাবা মায়ের বুকের ব্যথা
কবে তোমরা বুঝবে;
লোক দেখানো মিথ্যে অশ্রু
আরও কত ফেলবে?
বন্ধ করো এই জমায়েত
প্রাণহীন এই লীলা;
বন্ধ হোক প্রতিবাদ আর
ধ্বংস ধ্বংস খেলা।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
নাম: বিনয় জানা, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বর দহ জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত. অবসরপ্রাপ্ত NTPC Employee. মূলত সাহিত্যের একজন পাঠক। মাঝে মাঝে লেখার চেষ্টা। জীবন পথের বাঁকে বাঁকে কুড়িয়ে পাওয়া নুড়ি পাথর গুলো কবিতার আকারে সাজিয়ে দেওয়ার চেষ্টা করা।