দাওয়াত দিয়ে ভিক্ষা করে
-আব্দুস সাত্তার সুমন
∼∼∼∼∼∼∼∼∼
বিয়ে-শাদী জন্মদিনের
অনুষ্ঠান যে করে,
দাওয়াত দিয়ে ভিক্ষা করে
টেবিল পেতে ধরে।
দোয়া চাইনা পণ্য দিবে
পকেট মোদের ফাঁকা,
লিখে রাখি কত দিবে?
উসুল হবে টাকা।
অনুষ্ঠানে কি দিয়েছে
অন্যের কাছে বলে,
উপহারের ঢাকনা তুলে
গীবত গেয়ে চলে।
ঈমান ছাড়া…উচ্চশিক্ষা
অন্ধ একটা গাধা!
উপহারের ঢোল বাজিয়ে
দেখায় নবাবজাদা।
ধর্ম নাকি জানে তারা
লোক দেখানোর ফন্দি
এই সমাজের অন্ধবিশ্বাস
হয়ে গেছে বন্দী।
না পারিলে রাস্তায় বস
ভিক্ষা কর তুমি,
মসজিদ গির্জায় মন্দির ঘরে
দান করিব আমি।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।