বিষণ্ন বেদনা
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
বিষণ্ন বেদনা ধরণীরও বুকে কখনো খরা কখনো বন্যা,
বন্যার জলে চিৎকার করে শিশু একাকার হলো কান্না।
হৃদয় বিদীর্ণ করা সীমাহীন বন্যা কত তার গল্প কাহিনী,
উদ্ধার কাজে নিয়োজিত বাংলারও ছেলে সেনাবাহিনী।
বাতাস চিৎকার করে বলছে, এ বেদনার নেই সীমানা,
ক্ষত-বিক্ষত হলো হৃদয়, শেষ কোথায় কেউ জানি না।
স্বপ্নগুলো টুকরো- টুকরো হলো, এই বন্যারই জলে,
আর কোনো কথা বলতে পারি না এই কান্নার ছলে।
বিষাক্ত পানি আর যেন না আসে এই বাংলার ঘরে ঘরে,
বন্যার পানি সরে যাক সূর্য উদয় হোক আপনারও তরে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রামঃ +পোস্টঃ কপিলমুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা