প্রার্থনা
-পলাশ বরণ দাশ
∞∞∞∞∞∞∞∞∞
মনের মন্দিরে করেছি প্রার্থনা
পাইনি খুঁজে শ্যাম
বিরহ ব্যথায় বসে আছি
হয়নি আজো প্রেম।
তুমি আমায় করলে পাগল
কোন মায়ার বাঁধনে
তোমার তরে হৃদয় কাতর
বিরহ ব্যথার রোদনে।
কোথায় গেলে তোমায় পাব
দাও আমায় বলে
মাথা নত করব আমি
তোমার চরণ তলে।
প্রভু তোমায় স্মরণ করি
জীবন চলার পথে
আঁধার যদি নেমে আসে
নিয়ো আমায় সাথে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি
কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক )
মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম।
কবি নিয়মিত কবিতার পাতায় লিখেছেন। নবীন ও প্রবীণ কবিদের লেখার জন্য সর্বদা আহ্বান করেন।