সাম্যের কবি
-চিত্রা বন্দ্যোপাধ্যায়
≈≈≈≈≈≈≈≈≈≈
তুমি বিদ্রোহী তুমি বিদ্রোহী
হে প্রিয় কবি,
তুমি ঝঞ্জা তুমি ধমকেতু
দুখুমিঞা তব ছবি।
তোমার লেখনীতে বিদ্রোহ জাগে
বাজে সাম্যের বাঁশি,
তুমি উল্কার ঝঙ্কারে সাইক্লোন
শোনাও অট্ট হাঁসি।
লৌহ কপাট তুমিই ভেঙেছো
গেয়ে সাম্যের গান,
ব্রিটিশ দুর্গ চূর্ণ-বিচূর্ণে
রেখেছো দেশের মান।
কখনো শ্যামাকে শ্যাম রূপে
ভজনা করেছ শত,
কখনো আবার ধ্যানমগ্ন হয়ে
মাতৃ বন্দনায় রত।
মহান তুমি সাম্যের কবি
মহান তুমি কর্মে,
নব চেতনায় সৃষ্টি সুধায়
স্মরি হৃদয় মর্মে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
চিত্রা বন্দ্যোপাধ্যায় এর জন্ম দুর্গাপুরে। বিএ পাস এবং সরকারি নার্সিং স্টাফ। তার একক কাব্যগ্রন্থ পাঁচ এবং যৌথ কাব্যগ্রন্থ একশো পঁচাত্তর। গল্প, কবিতা,চিঠি,প্রবন্ধ,উপন্যাস ইত্যাদি র রচয়িতা। আকাশবাণী শিলিগুড়ি এবং মুর্শিদাবাদে তার চিঠি পাঠ হয়েছে।