শরৎ প্রকৃতি

-মোঃ জসিম উদদীন গাজী

∼∼∼∼∼∼∼∼∼∼∼

মেঘতুলা উড়েশুণ্যে ধীরআখী দেখে

সোনাচাঁদ আলোঝিঝি মিশে পদ্মবুকে

শাপলারা ফুটেআছে পান্তরে জোছনা

কাশ বনে শ্বেত কেয়া পাপড়ির বিছানা

বৃষ্টি খৈয়ে ঝুমু মুক্তা মিলে বিলে লীন

শিউলির গন্ধে তৃণে হাসে রাতে দিন

শালিক বকে উড়ে, শান্ত দূর দিগন্তে

স্বচ্ছ জলে ঘাস দোলে চোখে সীমান্তে

ঘরে থাকা হয়না যেনো চলি নদী বিল

আঁকা শিল্পী শরৎ বিজু শান্ত বিভু ঝিল

হারা আজ নাইকো কাজ আমি গন্ধ জুঁই

সোভা স্বর্গ নেমে দিলো বুক মাঠ ভূঁই

বাজে বুকে উৎসবের নবান্ন আগাম

নবো ধানে চাল পিঠে ঘ্রানে খুশি গ্রাম

শরৎ ভোর শিশিরের মুক্তা রোদ পুতি

আহা এইযে শরৎ যেন স্বপ্ন তাঁরা জ্যোতি

কোমলতা স্নিগ্ধ প্রাণে দিনে সজীবতা

সবুজের দেয়াল পল্লী দৃশ্য নিরবতা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি ঃ

১৯ মার্চ ১৯৮৪ ইং চাঁদপুর জেলা ও থানার অর্ন্তগত টাহরখীল গ্রামে আমার জন্ম, আমার নাম ঃ মোঃ জসিম উদ্দিন গাজী,

পিতার নামঃ মোঃ মুসলিম গাজী, মাথার নামঃ রোকেয়া বেগম।শখের বসে লেখা লেখী শুরু করি আমি। তবে ২০০৬ সালে প্রথম কবিতা ‘নিয়তি’ শিরোনামে চাঁদপুর জেলা স্থানীয় দৈনিক পত্রিকা ‘চাঁদপুর কন্ঠ’তে প্রকাশিত হয় সাহিত্য পাতায়। এর পর, একই পত্রিকা সহ ওখানকার আরেকটি দৈনিক পত্রিকা ‘ইলশাপাড়’ নামে আমার কিছু লেখা, কবিতা -প্রবন্ধ -ছোট গল্প

ছাপা হতে থাকে। আমি বর্তমানে কিছু অনলাইন সাহিত্য গ্রুপ পত্রিকায় লেখালেখি করি।

এখন আমি ঢাকায় বসবাস করছি স্থাই ভাবে। আমি একজন উদ্যোগতা হিসেবে কর্মরত নীজ প্রতিষ্ঠানে। ব্যাক্তিগত জীবনে আমি তিন সন্তানের পিতা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*