অপরাধের স্বর্গরাজ্য
-অশোক কুমার পাইক
∼∼∼∼∼∼∼∼∼∼∼
এখনও কী কারো ঘরে সকাল হয়নি ?
সূর্য আলোকের উজ্জ্বল ছটা পড়েনি ?
দিগদিগন্ত এখনও কী আঁধারে ঢাকা
বিস্তীর্ণ পথে ভ্রান্ত কুয়াশা কী সরেনি ?
অরাজক রাজ্যে অমানবিক আচরণ
কতকাল চলবে অন্যায়, দুর্নীতি রাশি,
এতই মানুষের মতিভ্রম দেখিনি দেশে
হৃদযন্ত্রে বাজেনা কেন চেতনার বাঁশি ?
এখানে নির্ভুল আত্মস্বার্থের কারবারি
ঠক, প্রতারণার আস্তাকুড়ের বসবাস,
মিথ্যা, দালালি, অপরাধের স্বর্গরাজ্যে —
নিরর্থক, গণচেতনায় নির্মম পরিহাস !
অসামাজিক পরিবেশে জীবনযাপন
যন্ত্রণায় ওষ্ঠাগত আজ মানুষের প্রাণ,
বিচ্ছিন্ন ও দ্বিধাবিভক্ত অবচেতন মন,
কোথাও নেই স্বস্তির একটুও পরিত্রান l
খুন,ধর্ষণ,অন্যায়, অবিচার,অত্যাচারে
এখানে এখন অসৎ স্বর্গরাজ্যে পরিণত,
বিভেদ, বৈষম্য ও অজ্ঞানের অন্ধকারে —
যত ঘুমন্ত মানুষের ব্যর্থ রোদন অবিরত l
শাসন যজ্ঞের ধোঁয়া বিপরীতমুখী সদা
যেন সমুদ্র হাঙ্গর,আধিপত্যে দখলদারী,
আত্ম প্রশংসা খবরে ভাসছে দিনরাত্রি
জনতা জনার্দন, অমর্যদার পাত্র ভারি l
∼∼∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের lআত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l