প্রতিবাদ
-শান্তি দাস
⇔⇔⇔⇔⇔⇔
জাগো তরুণ প্রজন্ম আজ প্রতিবাদের সময় এসেছে,
করো না দেরী কন্ঠে আওয়াজ তোল বাজুক জয়ের ধ্বনি।
প্রতিবাদে নেমে পড়ো,স্লোগানে স্লোগানে মিছিল করো,
প্রশ্রয় নয় আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো।
প্রতিবাদ করো কেন অসহায় দের নেই স্থান,
চারিদিকে আওয়াজ তোল এসো বন্ধু লড়াইয়ে এসো।
ধর্ম ভিন্ন ভিন্ন সবার মনুষ্যত্বের জ্ঞান,
তবে কেন বিভেদের ডাক,ধর্ম তো যার যার।
আইনের সম্মুখীন হও,আছে শুধু বীরত্বের লড়াই,
যারা আসন লুটেপুটে গড়ছে নিজের রাজত্ব।
মানুষকে অমানুষ ভেবে করছে অমানবিক কাজ,
তরুণ দল জাগাও প্রাণ গর্জে উঠো মোরা একপ্রাণ।
দেশের সম্পদ জানে জনগণ জানে সারা দেশময়,
তবুও কেউ খবর নেয় না পথে বসে সাধারণ জনগণ।
আওয়াজ তোল,জয়ের ধ্বনি লড়াইয়ে ফিরে এসো এবার,
ঘরের শত্রুর বিরুদ্ধে লড়াই করো বারবার।
জেগে উঠো তরুণ দল নতুন আলোর উৎসে,
দেশের জয়ের আঘাত,সেই আঘাত ফিরিয়ে আনো।
জাগো বন্ধু তোমরা সোচ্চার হও ওদের বুঝিয়ে দাও,
এই নতুন আলোয় নিজেদের অধিকার ছিনিয়ে নাও।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি=
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি।
১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।ছোটবেলা থেকেই লেখার আগ্রহ ছিল ।আজ মুখবইয়ের দৌলতে বিভিন্ন জায়গায় লেখার সুযোগ পাই।