বিলুপ্ত স্মৃতি
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼
শৈশব দিনগুলো ছিল সুমধুর
ভুলতে কি কেউ পারে?
ছেড়ে আসা স্মৃতি বেদনা বিধুর
স্মৃতিপটে ঘুরে ফিরে।
সুন্দর ছিল সেই দিনগুলো
বন্ধু বান্ধবীর বন্ধনে,
আজ সব হয়েছে এলোমেলো
পাশে নেই কেউ সুজনে!
ঝগড়া ঝাটি মারামারি ছিল
শত্রুতার ছিল না গন্ধ,
স্কুল ফাঁকি দিয়ে খেলাধুলা ছিল
ছিল না তাতে কোন মন্দ।
বদমাইশি ছিল বদচিন্তা ছেড়ে
রুচিশীলতার মন্দিরে,
সকালের ঝগড়া বিকেলে ফিরে
খুশি আনন্দ হাসি জুড়ে।
পড়াশোনা ছিল শিক্ষা অনুকূলে
ফাঁকিবাজি ছিল বহুদুরে,
মাতাপিতার স্নেহ প্রেম আঁচলে
সুশিক্ষা ছিল উচ্চ শিরে।
আজ সেই সবের নেই প্রীতি
চরাচর থেকে মুছেছে,
বিবেক আদর্শ বিলুপ্ত স্মৃতি
নতুন প্রভাতে ফুটেছে।
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি-শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- সন্তোষ কুমার দাস/কল্যাণী দাস
গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ।