মনুষ্য রূপ ওদের শোভা পায় না

-পীতবাস মণ্ডল

∞∞∞∞∞∞∞∞∞

ওরা ‘বর্বর’ মানুষের বিশ্বাসে

ওরা ‘দূষণ’ পৃথিবীর নিঃশ্বাসে ,

ওরা ‘হিটলার’ শোষণের সংশয়

ওরা ‘নিষ্ঠুর’ নির্মম এক পরাভয় ।

ওরা ‘সন্ত্রাস’ সত্যের কার্নিভালে

ওরা ‘নির্বোধ’ শান্তির সিগনালে ,

ওরা ‘পচন’ ঘুণধরা সমাজের

ওরা ‘মিথ্যুক’ গর্হিত অপরাধের ।

ওরা ‘নির্দয়’ এক নিকৃষ্ট বিদূষক

ওরা ‘জ্ঞানপাপী’ ঠক প্রবঞ্চক ,

ওরা ‘ছদ্মবেশী’ নরকের শয়তান

ওরা ‘অভব্য’ অবক্ষয়ের অভ্যুত্থান ।

ওরা ‘কালপ্রিট’ নগ্ন চেতনার

ওরা ‘পিশাচ’ আজকের সভ্যতার ,

ওরা ‘কুৎসিত’ জগতের নগন্য

ওরা ‘দানব’ নির্লজ্জ জঘন্য ।

ওরা ‘অভিশাপ’ একবিংশ শতকের

ওরা ‘নিকৃষ্টতম’ এই কলি যুগের ,

ওরা ‘কলঙ্ক’ আজকের ঐতিহাসিক নগরে

ওরা ‘সংক্রামক ব্যাধি’ বাতাসের শরীরে ।

ওরা ‘দেশদ্রোহী’ লজ্জা দেশের

ওরা ‘খলনায়ক’ স্বাধীন রঙ্গমঞ্চের ,

ওরা ‘সংকট’ আসন্ন দুর্গতির

ওরা “কপট’ ধ্বংসের উৎস আগামীর ।

ওরা ‘সর্বোপরি’ একালের দুঃশাসন

ওরা ‘শকুনি’ সেকালের অকাল বোধন ,

ওরা ‘প্রতারক’ অসুরের খেয়ালীপনা

ওরা ‘বেইমান’ মনুষ্য রূপ ওদের শোভা পায় না ।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল । গ্ৰাঃ+পোঃ – যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা। পেশায় সাধারণ কর্মজীবী । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*