সকালে কিংবা বিকালে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈
সকালে কিংবা বিকালে, ফাগুনের ফুলেরা হাসে,
ফাগুন পরশে পাখিরা ফাগুনের বাতায়নে আসে।
ঊষার নীরব বাতাস, ফুল পাখিরা যেন খুব ভালোবাসে,
ফাগুনের প্রভাতে ঊষার আলোতে বাতাস দোলে ঘাসে।
শেফালি যূথি চামেলিও এসেছে ফাগুন বাতায়নে,
ফাগুন যামিনী চাঁদের আলো, যেন আপনার মনে।
আঁধার শর্বরী, ফাগুনের সে রাতে ফুলেরা ফুটেছে বনে,
স্নেহ মোহ বন্ধন তারাগুলো চাহে ওই ফাগুনেরও পানে।
অসীম গগনে সীমাহীন তার নীল, আকাশও আঙিনায়,
সন্ধ্যা প্রদীপও যেন জ্বলে উঠেছে,ফাগুন ভালোবাসায়।
আপনার মনে বইছে যেন বাতাস সন্ধ্যা দীপ শিখায়,
ওগো সুন্দর ফাগুন শত ফুল ফুটেছে বন বীথিকায়।
মনের পঙক্তিতে ফাগুন সাজালো যেন ফুল আর পাখি,
ফাগুন কাব্যে বিচিত্র ছন্দে যেন অবাকও হয়েছে আঁখি।
ফাগুনের ওই হাতে, পরিয়ে দিল বাতাস ফুলেরও রাখি,
বলছে বাতাস, ফাগুনের বিচিত্র রূপ আঁখি মেলে দেখি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রামঃ+ পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা