শারদ পূর্ণিমা রাতে
-খন্দকার আরশাদুল বারী
♥♥♥♥♥♥♥♥♥♥
শারদ পূর্ণিমা রাতে
খন্দকার আরশাদুল বারী
গ্রিলের ফাকা দিয়ে ঐ দূর নিলীমায়,
সাদা পাড়ের শাড়ি পড়ে রমনী
বাতাসে আঁচল উড়ায়!
আকাশের নীলে আর মেঘের সাদায়
যেন অপ্সরা হংস নায়ে, চাহনী
ফেরানো দায়!
তৃষিত মন আজ বারেবারে
তাই আকাশপানেতে চায়
যদিবা সহসা অমৃত বরষণে
পরান জুড়িয়া যায়!
বিমুগ্ধ নয়নে মজে মন
দেখে মেঘের লুকোচুরি
কখনও সাদাকালো অবগুন্ঠন
কখনও উঁকি দেয় অপ্সরী।
সোনালী আভার দ্যুতি জড়ানো
মুখাবয়ব চকিতে চমকিয়া যায়
লজ্জা রাঙ্গা সোনা ছড়ানো
মুখখানা / তার কত কী যে কয়ে যায়!
এমন শারদ পূর্ণিমা রাতে
অপলক নয়নে ভাবুক
মনের গহীনে কল্পনায় মেতে
স্বপ্নে ভাসে ছাড়িয়া ভ্যূলোক।
♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ
১৯৯২ সালের ১২ই ডিসেম্বর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বউলবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে । কর্মজীবনে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করে বর্তমানে একটি কলেজে কর্মরত আছেন। পেশাগত জীবনের পাশাপাশি কবিতা লিখতে ভালোবাসেন।