ঈদে যাইনি বাড়ি
-আব্দুস সাত্তার সুমন
∞∞∞∞∞∞∞∞∞∞
অনেকদিন হয়ে গেছে
যাইনি ঈদে বাড়ি,
পেটের দায়ে কর্ম করে
পেকে গেছে দাড়ি।
বাবা-মা স্বজন রেখে
স্বপ্ন দিলাম বলি,
কিছু অর্থ আসবে বলে
ছিলাম ওলি গলি।
ভালোবেসে কাজ করিয়ে
স্বার্থ তাদের শেষ?
প্রাপ্যটুকু পায়নি মোরা
করছি সমাবেশ।
মহাজনের পদতলে
কর্মী জনগণ,
বুঝার এখন অনেক বাকি
কেবা আপনজন।
সংস্কারে চলছে দেশ
এটাও করতে হবে,
সবাই মিলে সোচ্চার হই
জীবন বাঁচবে তবে।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।