শিক্ষক হলো গুরুজন

-তাছলিমা আক্তার মুক্তা

≈≈≈≈≈≈≈≈≈

শিক্ষক হলো সেই গুরুজন

যাদের আশীর্বাদ ,

দোজখের আগুন দেয় নিভিয়ে

মাথায় রাখলে হাত।

বাবা মা সন্তানকে বানায় ভূত

উস্তাদের শাসনে পুত্র ,

বাবা-মার আদরে বিগড়ানো

সন্তান উস্তাদের কাছে ছাত্র।

বুক পাঁজরের জমানো স্নেহ মমতা

বিধাতার দেয়া জ্ঞানভান্ডার ,

পৃথিবীর মস্ত আসনে বসিয়ে দিয়ে

গর্বে বলে ছাত্র কিন্তু আমার !

শিক্ষকের আশীর্বাদ কপালে জুটলে

সাথে বাবা মায়ের থাকলে দোয়া,

সূর্য শেখরে উঠতে কখনো

লাগেনা প্রদ্বীপের ছোঁয়া ।

সম্মান করো গুরুজনরে তোমরা

যে তোমাদের সুশিক্ষায় গড়ে তুলে ,

দুনিয়ার বাগানে কামিয়াবি হবে

আখিরাতে বেহেশত যাবে মিলে ।

≈≈≈≈≈≈≈≈≈

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*