ঝঞ্ঝাট
-মোঃ আবু তাহের মিয়া
∼∼∼∼∼∼∼∼∼∼∼
সভ্যতার আঁচড় গেছে
দুমড়েমুচড়ে,
পড়ে আছে তা পথে প্রান্তরে
পড়েনা কারো নজরে।
কাঁদে মানবতা,চলছে ঝঞ্ঝাট
আর হিংস্রতা,
দুঃখ ভরা মন,বলি কারে
বিদায়ের পথে ভদ্রতা।
বেদনার ক্ষত লেগেছে
প্রতিটি অঙ্গে,
পাঁয়তারা করছে যারা
আছে ওরা রঙ্গে,ঢঙ্গে।
সন্ত্রাসের সয়লাব বিশ্বজুড়ে
আছে সবাই মুখ বুজে,
শান্তির পায়রা পায়না কেউ
দিকবিদিক খুঁজে।
অন্ধকার গ্রাস করেছে পৃথিবী
পাপ কর্মের অভিশাপে,
নিষ্পেষিত দুর্বলেরা
চতুর্দিকে ভরে গেছে পাপে।
গর্জে ওঠো হে তরুণ সমাজ
দূর কর সকল ঝঞ্ঝাট,
উন্মোচন কর বন্ধ দুয়ার
খুলে দাও ন্যায়নীতির কপাট।
∼∼∼∼∼∼∼∼∼∼∼