বন্যার ফলে
-কাজী এম হাসান আলী
∞∞∞∞∞∞∞∞∞
বন্যার পানি আসছে ধেয়ে
বৃষ্টি দিচ্ছে রব,
পুকুর নদী নালা ডুবা
পানি ভর্তি সব।
নষ্ট হচ্ছে ফলের বাগান
মরছে কত গাছ,
দিঘির পাড়ে জল উঠেছে
চলে যাচ্ছে মাছ।
বানের পানি বৃদ্ধি পেয়ে
ভেঙ্গে নিলো ঘর,
ঘরের নীচে পড়ে অনেক
মরছে নারী নর।
চারিদিকে বাঁচাও সুরে
ভীষণ লাগে ভয়,
রক্ষা করো মাবুদ মাওলা
আর করোনা ক্ষয়।
পাপের ফসল খোদার গজব
ক্ষমা প্রার্থী হও,
তওবা করে রবের কাছে
বিনয় করে কও।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি :
নাম: কাজী এম হাসান আলী
পিতা : মাওলানা শামসুদ্দিন
মাতা : মোছাঃ রাজিয়া বেগম চৌধুরী
জন্ম তারিখ : ০৫/০৩/১৯৭৩ ইং
ঠিকানা ঃ গ্রাম : গুমগুমিয়া, নবীগঞ্জ, হবিগঞ্জ।
শিক্ষা : কামিল হাদিস – মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সভাপতি : নবীগঞ্জ ইসলামি সাহিত্য পরিষদ
সভাপতি : সন্ধানী সাহিত্য পরিষদ, হবিগঞ্জ জেলা শাখা।
একক কাব্য গ্রন্থ ঃ১/ ভাবনা,২/ সাধনা
৩/ কাব্য সমাহার ৪/বিজয়ী কবিতা
৫/ হৃদয়ের কথা।
যৌথ গ্রন্থ : ৫১ টি,সম্পাদিত – ৩১ টি।