মন ভিতরে ভিতরে শেষ
-নূর নাহার নিশি
≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমি ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি
বারবার বিশ্বাস করে মরণ ফাঁদ পরেছি
তব এই মরার অন্তিমকালে আজো
এই হৃদয় শত দুঃখ লয়ে বেঁচে আছি।
কেউ জানেনা হৃদয়ের ব্যথা জানেন মালিক সাঁই
আজও নিশিতে নির্জনে বসে কাঁদি তাই,
কার কাছে দেবো এই ভূলোকে মোর বিচার নালিশ
আজ আমার এই ভবে আপন কেহ নাই।
আজ মরতে শুধু প্রতিনিয়ত যে মন চায়
হারিয়ে নিজেরে মন বেদনার শূন্যতায়
ক্ষ্যাপা আমার কষ্টে বসে শান্তির বাধ্য বাজায়
ক্ষ্যাপা নিজ হাতে আমার জন্যই আজ কবর সাজায়।
আজ এই মনে কোন আনন্দ নেই
নেই আশার কোন আনন্দের উচ্ছ্বাস
কোনরকমে আজই এই ধরাই বেঁচে আছি
মাঝে মাঝে বন্ধ হয়ে যায় যেনো নিঃশ্বাস।
আমি ভিতরে ভিতরে হয়ে গেছি শেষ
ক্ষনিকের এই ধরার প্রতারণার ফাঁদে আগুনের তাপে
এই গোপন মনের ব্যথা কার কাছে করবো পেশ
কথা শুনতে না শুনতেই আপনজনাই তো দোষ চাপে
তাই বিশ্বাস ভেঙ্গে এই মনটিই চলে গেছে নিরুদ্দেশ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈