অতিথি
-পলাশ বরণ দাশ
∞∞∞∞∞∞∞∞
বহুদিন পর তোমার কাছে আসা
বলতে মনের গোপন ভাষা।
তুসি মোর মুখপানে চেয়ে
চলে যাও ইশারা দিয়ে।
আমি বসে আছি তোমার তরে
মধুর আলাপ করতে হৃদয় ভরে।
এমন সময় আসলো ঘুম নয়নে
অবশ হয়ে ঢলে পড়িনু শয়নে।
তুমি সোহাগ সাথে জাগালে
গলাতে গোলাপ মালা পরালে।
বাহিরে দেখি আকাশে গাঢ মেঘ
সহসা আসবে ঝড়ের বেগ।
আমি ভাবি মনে মনে
বাড়ি ফিরব কেমনে।
তুমি এসে বললে ওগো সাথী
হয়েছ মোর আজ রাতের অতিথি।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি=
কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখেছেন। নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সঙ্গে আহ্বান করেন।