ঈদ ফিরে আসুক
-মীর সেকান্দার আলী খোকা
♥♥♥♥♥♥♥♥♥
ঈদ এসেছে ঈদ, নিরব রোদনে খুশির ভঙ্গিতে হাসে কৃষক।
চোখের কোনে জল উছলায়, মগডালে খোঁজে চাঁদ,
খোঁজ মেলে না,মলিন শশী,অশ্রু ঝরে কৃষকের আঙিনায়।
নিথর হাঁসি, মিশে আছে মরু-মরীচিকার মত
খরা-বন্যায়, হাটে, ফসলের অনেজ্য পুঁজিবাজারে।
হরতাল জাগে, অবরোধ জাগে, জাগে মিছিল পথে,
বাজার বৈষম্যে ক্ষুধা মেটে না
জাগে কর্মচারী,বেতন বাড়াতে হবে।
চাকরির কোটায় বৈষম্য কেন লাঞ্ছিত হয় মেধা,
সংস্কার চাই আওয়াজ তোলে ছাত্র-জনতা।
ঝলসানো চোখে রাজপথ জ্বলে, জ্বলে পঙ্কিলতা
শূন্যে ভাসে কৃষকের দাবি দীর্ঘশ্বাসে জাগে ব্যথা।
কত পথ চলে দানা ফোটে ভুঁয়ে ঘাম জানে কৃষকের,
সে দানা তোমার মুখে রস এনে দেয়
সরস হয়ে ওঠো পথে-রাজপথে।
যুদ্ধ যুদ্ধ খেলা খেলে শত খুন ঝরেছে পথে
বিজয় মুকুড়ে মুকুট পরিয়ে স্মৃতিতে রেখেছো গেঁথে।
রাখোনি কেবল কত ঘাম ঝরে কত খুন ঝরে
রোদ্র তাপে কৃষকের কত পিট পুড়ে ক্ষেতে ফলেছে ফসল।
ওই ফসলে ছাত্র বাঁচে,সমাজ বাঁচে, বিশ্বে উত্তাপ ছড়ায়,
টাই পড়ে ঘোরে বাবু গাড়িতে।
কৃষক মন্দা, ফসল মন্দা, মন্দা বাজার-হাট,
রই রই সাজে সাজ পরে দিকে নিথর-নিরব হয় বিশ্ব সমাজ।
কৃষক, ধানে ভরে না গোলা, ভরে না পকেট কৃষক,
টাই পড়া তোমরা যারা নাচাও বিশ্ব,ক্ষেত মারো কৃষকের।
কৃষকের দাবি হাজার কালব্যাপী রক্ত ঝরেছে পথে,
আজও সে দাবি লাঞ্ছিত-গঞ্জনা লয়ে নিথর পথে হাঁটে।
সহজ করে পাইনা কৃষক কৃষি পণ্য যত
পুঁজিবাদীরা নন্দিত তাই বিশ্বে-পুঁজিবাজারে।
কৃষকের ঘাম ঝরা শ্রমে চৈতালি হাওয়া দোলে ক্ষেতে,
দোলে হাসিতে বিশ্ব পরিবেশ
বেহাল তলিতে কাঁদে কৃষকের মন স্বপ্ন লয়ে চোখে।
পাই না কৃষক ফসলের ন্যায্য দাম,
হাঁসি ফোটে না মুখে কৃষাণীর
কৃষক শিশুর দাবি মেটেনা,থেমে যায় লাল পিরনের সুর।
ঈদে ফিরে আসুক কৃষকের ঘরে খুশির ঝলকে নিয়ে
সুরতুলি তাই জনতার সাথে কৃষাণী,কৃষক জাগুক
পুঁজিবাদ যাক হারিয়ে।
মেধা লাঞ্ছিত নয়, কৃষক অবহেলিত নয়,
ক্ষুধা জাগে না যেন কর্মচারীর পেটে,
কৃষকের ঘরে নিথর হাঁসি নয়, খুশির ঝলক নিয়ে
ফিরে আসুক ঈদ কৃষকের প্রতিটি ঘরে।
বাঁচাও কৃষক,
বিশ্ব বাঁচুক।
কৃষক বাঁচলে বাঁচবে সাহেব, বাঁচবে ছাত্র-জনতা,
আমিও বাঁচবো শস্য ক্ষেতে চৈতালী হাঁসি হেঁসে।
♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী, বাল্যকালের অনেকটা সময় রাজশাহীতেই কেটেছে। ছোট থেকে ই লেখালেখি তো অভ্যস্ত, বিভিন্ন সময় দৈনিক সানশাইন রাজশাহী,দৈনিক উত্তরা, সংজ্ঞা, দিনাজপুর। সাপ্তাহিক জনরো প ঠাকুরগাঁও। প্রিয়তমেষু, মাসিক ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকা একদিন প্রতিদিন ঢাকা। বর্তমান অনলাইন সাহিত্য পত্রিকা দুমকি উপজেলা সাহিত্য পরিষদ। আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশ। স্বরলিপি সাহিত্য কাব্যগ্রন্থ, ঢাকা। কিছু দিন অনলাইন সাহিত্য পত্রিকা সাহিত্যের পয়গাম এ লিখালিখি করেছি, ঢাকা। পত্রিকাকবিতার পাতা দিনাজপুর, এই অনলাইন সাহিত্য পত্রিকার সাথে বিশেষভাবে জড়িত।