মা আসছেন

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈

ঊষসী লগন হাসছে গগন

মায়ের পদধ্বনি কানে,

শরৎ ঊষার সৌন্দর্য বরণ

শিউলি দূর্বাদল মনে।

আকাশ ভরেছে তুলোর পেঁজায়

নীলাম্বর নীল আঁচলে,

প্রভাত রবির কিরণ বেলায়

দূর্বাদল রজত জালে।

বলাকার দল ওড়ে হনহন

দিগন্তের সুউচ্চ মার্গে ,

সাদা কাশ ফুলে বহে সমীরণ

নদীর দুই পাড় গর্বে।

নীলকণ্ঠ পাখি ঘরে ঘরে আসে

আগমনী বার্তা কন্ঠতে,

মা আসছেন বাপের বাড়ি দেশে

ফিরবেন চার নিশীথে।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

কবি- শ্রী স্বপন কুমার দাস পিতা- শ্রী সন্তোষ কুমার দাস, মাতা- কল্ল্যাণী দেবী , ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমা শহরে ১৬/০৪/১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন ১৯৭৮ সালে কবির প্রথম কবিতা “সাধারণী মা” লিটল ম্যাগাজিন সুবর্ণরেখা পত্রিকাতে প্রকাশিত ধাপে ধাপে “আদর্শ তুমি কোথায়…!!” “কুমারী স্বাধীনতা” “প্রতিবাদী মুখ” সাড়া জাগানো এই তিনটি লেখা প্রকাশিত হয়।সেই থেকে আজ অবধি কবির কলম চলছে।বিভিন্ন পত্রিকার মাধ্যমে কবির মোট প্রকাশিত কবিতা -১১৩৫ টি ও অণুগল্প- ৬টি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*