প্রতিবাদী
-তনুশ্রী বসু (পাত্র)
∞∞∞∞∞∞∞∞
ওহে, দেশটা তোমার বাপের নাকি?
যা খুশী করব, যা খুশী বলব,
জনতা জনার্দন, মেনে নেবে,
প্রতিবাদে, মুখরীত হয়ে জ্বলবো।
সাম্য, অহিংস, মৈত্রীর দেশ ছিল,
কিছু লোভী, লম্পট, মিথ্যাচারীর,
দৌলতে সোনার বাংলা, আজ,
পরিচিত, ঠগ, জোচ্চোর, অত্যাচারীর।
আজ ঝড় উঠেছে, আকাশে, বাতাসে,
“উই ওয়ান্ট জাস্টিস”, ধ্বনি,
প্রতিধ্বনি সর্বত্র, ছড়িয়ে পড়েছে,
চোখ থাকতেও, নেই কি চোখের মনি?
প্রতিবাদ চাই নিপাত যাক,
বহুরুপী শয়তানদের আস্তানার,
যাক, ধুয়ে মুছে, গরল যত আছে
ধ্বংস হোক, সব বিকৃত, বাসনার।
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ,
বলিষ্ঠ আসনে, হোক বিরাজমান,
মুছুক চোখের জল, নতুন সূর্য উঠবে,
ফুল,পাখি,নদী,পাহাড়,গেয়ে উঠুক গান।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।