ভাববো কি করে

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈

গহন আঁধারে চাঁদ ডুবে গেলে

বিদীর্ণ ব্যথার মলাটে আবৃত করি বিরুৎ কল্পনা ।

বেদনার অশ্রুতে ধুয়ে ফেলি মনের ক্ষত

ঝরাফুলের করুণ পরিণতি দেখে অবাক হইনা আর !

বিবর্ণ পৃথিবীর কান্নায় ঘুম ভেঙে যায়

একটা নষ্ট সময়ের ঘেরাটোপে জীবন অতিষ্ট ।

অবক্ষয়ের নগ্ন স্পৃহায় অসাড় অনুভূতি

একটা ভয়াল অশুভ শক্তির জেহাদি পরম্পরায়

লুপ্তপ্রায় সতেজ সচেতনতার সংবহন তন্ত্র ,

তিক্ত অভিজ্ঞতার নিষ্পেষণে মস্তিষ্ক বিপাকে ।

মন ভালো না থাকার অদৃশ্য যন্ত্রনায়

অশান্ত হৃদয়ে বিষাদ লাগে আগমনীর সুর ,

ডুবে যাওয়া সূর্যের বিদায়ী বারতায় বাকরুদ্ধ পৃথিবী

একটা অস্ফূট শিহরণে তোলপাড় মনপাড়া ।

তবে, এটা কি সেই বীর শহীদের আঁতুর ঘর !

নাকি, নিকৃষ্ট বর্বরদের অবাধ বিচরণ ভূমি ?

প্রশ্ন একটাই ফিরবে কবে মুক্তির আশ্বাস

এতো সংশয় এতো প্রতিবন্ধকতা নিয়ে-

ভাববো কি করে, স্বপ্নের পৃথিবীটা আবার শান্ত হবে !

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+ পোঃ- যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা । পেশায় একজন সাধারণ কর্মজীবী । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*