নারী শক্তি
-শান্তি দাস
∞∞∞∞∞∞∞∞
নারী হয়ে জন্মানো কি এতোই পাপ,
কেন নারীরা আজ সহ্য করবে এতো তাপ।
রাস্তা ঘাটে স্কুল কলেজে নারীরা কেন ইভটিজিংয়ের শিকার,
জাগো নারী গর্জে উঠো রুখতে হবে এই মানসিক বিকার।
নারী মানেই তো মায়ের জাত কেন আসে এতো আঘাত,
ধারাবাহিক সময় চলছে নারীর প্রতি এই প্রতিঘাত।
ভয়ে ভয়ে আছে নারী সংসারে স্বামীর অত্যাচার,
কোন প্রতিবাদ করতে পারে না দুবেলা খেতে হয় মার।
আজ ও কেন নারীরা মুখ বুজে সহ্য করে পরাধীন,
আসবে না কোন দিন নারীরা হবে স্বাধীন।
আজ সময় এসেছে জাগো নারী এগিয়ে এসে করো প্রতিবাদ,
অবলা না থেকে নারী শক্তির অধিকার ছিনিয়ে পাও জীবনের স্বাদ।
গর্জে উঠো “রণং দেহি” রূপে নারী শক্তি করবে বিন্যাস,
প্রতিবাদের প্রবল ঝড়ে শত্রুদের করো নাশ,
আকাশ তো খোলা আছে মেলতে হবে এবার ডানা,
প্রতিবাদী নারীরা ও হবে একদিন স্বাধীন শুনবে না কারো মানা।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি=
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি।
১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।ছোটবেলা থেকেই লেখার আগ্রহ ছিল ।আজ মুখবইয়ের দৌলতে বিভিন্ন জায়গায় লেখার সুযোগ পাই।