বুলি
-বিপ্লব শামীম
≈≈≈≈≈≈≈≈
হে পরম দয়ালু রব,
তোমার নিয়ামতকে কি করে ভুলি!
বাকশক্তিহীন মানুষকে দেখে ভাবি
কতো বড় নেয়ামত মুখের বুলি!
বুলিতেই হয় ভালোবাসা
বুলিই তো প্রেমের রং তুলি!
আবার বুলিতেই হয় ঝগড়াবিবাদ
বুলিতেই ঝড়ে প্রেমের কলি!
বুলিতেই ভাসি হাসির রাজ্যে
বুলিতেই উড়ে কষ্টের ধূলি!
কারো বুলিতে জন্মায় একরাশ ঘৃণা
কারো বুলিতেই তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি!
বুলিতেই হয় যুদ্ধের সূত্রপাত
যুদ্ধের অবসানেও ঐ বুলি!
কারো বুলিতে বাড়ে দেশপ্রেম
কখনো বুলিই যেন উর্বর পলি!
কারো বুলিতে হই অনুপ্রাণিত
বুলিতেই শোধরাই জীবনের ভুলগুলি!
কারো বুলি শুনে হই মনোমুগ্ধ
কখনো বুলিই যেন সুখো কাননের অলি!
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ‘শামীম’ নামে ডাকতো দাদা, নানা ডাকতো ‘বিপ্লব’। বাংলাদেশের টাঙ্গাইল জেলা অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, সমাজ সেবক এবং ইসলামী স্কলার। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।