অনন্য আগমনী
-বিজয়া মিশ্র
≈≈≈≈≈≈≈≈≈
শরৎ আকাশে নীল সাদা মেঘ শারদীয়ার আবহ
বছর পরে আসবেন মা নিয়মনীতি মেনে ,
এবার মাতৃ আবাহনের প্রস্তুতি খুব অচেনা
অঞ্জলী হবে সংহার মন্ত্রে তিলোত্তমার স্মরণে।
তুমি তো আসবে সংহারকারিনী দশভূজা মা
দুর্গতিনাশিনী দুর্গা তোমার অস্ত্র ঝলসে উঠবে,
উৎসবের আনন্দ নয় নরপিশাচের হলে সংহার
তখনই সবার এ উৎসবের দিন গোনা শেষ হবে।
তোমার অস্ত্রে বিদ্ধ হয়ে নরাধম পাক শাস্তি
অলক্ষ্যে থাকা অসুরদের চিনে নিক সংসার,
তিলে তিলে সেদিন যে যন্ত্রণা পেয়েছে ঘরের উমা
অসুর বধে হয়তো খানিক কষ্ট ঘুচবে তিলোত্তমার।
এই উৎসব ন্যায় জাগরনী এই উৎসব ঐকতানে
এই উৎসব শত্রু শিয়রে কালরাত্রি ঘনঘোর
এই উৎসব স্বতঃস্ফূর্ত পিঠ ঠেকে যাওয়া দেবীদের
এই উৎসব শত্রু নিধনে মাতৃহৃদয় জুড়ানোর।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।