সবুজ বন
-চিত্রা বন্দ্যোপাধ্যায়
∞∞∞∞∞∞∞∞∞∞
উন্নয়নের জন্য সবুজ বন
করছো কেটে সাফ,
প্রকৃতি হচ্ছে ভীষণ রুষ্ট
করবে নাতো মাফ।
বিবেক মানবতা হৃদয়ে মরু
দূষিত হচ্ছে সৃষ্টি,
প্রকৃতি ভারসাম্য রক্ষার্থে তরু
নইলে ধ্বংস কৃষ্টি।
উঁচু উঁচু বহুতল তৈরি করো
কেটে সবুজ বন,
লাভের নেশায় মত্ত রয়েছো
হারাচ্ছো অমূল্য ধন।
পাল্টে যাচ্ছে ঋতুচক্র আজ
পৃথিবী উষ্ণায়নে জ্বলে,
প্রকৃতি আজ ভারসাম্য হারাচ্ছে
মানবের কর্ম ফলে।
নীরবে সহিছে বছর বছর
কষ্ট বুকে ধরে,
মানবিক হও মনুষ্য জাতি
বৃক্ষে দাও ভরে।
প্রকৃতির বুকে সবুজ হারিয়ে
কিভাবে বেঁচে রবে,
আগামী প্রজন্ম কেমন করে
বাঁচবে বলো ভবে।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরে জন্ম। একজন সরকারি নার্সিং স্টাফ। রানীগঞ্জ টিডিবি কলেজ থেকে স্নাতক। ছোটবেলা থেকেই লেখার প্রতি আগ্রহ ছিল। বর্তমানে পাঁচটি একক কাব্যগ্রন্থ এবং ১৭৫ যৌথ কাব্যগ্রন্থ আছে