মৌমাছিরা ফুলে ফুলে মধু খায়
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈≈
পাঞ্জাবিতে লাগছে দারুন তুমি জামাই ছেলে,
চলায় বলায় তোমার জুড়ি কখনো কি মেলে?
তোমার পাশে বসলে পরে বরযাত্রী মনে হয়,
তোমার হাসি মিচকে পারা চোখে তার ইঙ্গিত পাই।
রাজা বাদশা যেমন থাকে ভাবটা তোমার তেমনি,
অভিনয়ে পটু তুমি চাই যে তোমার রানী।
বাসে ট্রেনে বাজার হাটে তোমার অবাধ গতি,
অনেকে তাই ভাবে তোমায় তুমি ব্যস্ত অতি।
ঠাট বাট দেখে বহুজনে ভাবে তুমি ধনি,
এ কথাটা মিথ্যা তো নয়, আমরা সবাই জানি।
অনেক পাত্রী তোমার পাশে করছে ঘোরাঘুরি,
তুমি ভাবছো_ “এখন তবে কাকে গ্রহণ করি?
এমনি করে বরং অনেক ভালো কাটছে সময়,
এক পাত্রীকে নিয়ে কেন বুক ভরাব ব্যথায়?”
নদী বইছে পাখি উড়ছে মৌমাছি বাগানে,
ফুলে ফুলে উড়ে তারা মধু খায় ফুল বনে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।