সবুজ গ্রাম
-আব্দুস সাত্তার সুমন
∼∼∼∼∼∼∼∼
মায়ায় ঘেরা সবুজ গ্রাম
বয়ে গেছে নদী,
ধানের ক্ষেতে সবুজ দিশা
রৌদ্র হতাম যদি।
গরু মহিষ লাঙ্গল কাঁদে
কৃষাণ চলে মাঠে,
ছেলেমেয়েরা বই নিয়ে যায়
বিদ্যামাতার পাঠে।
শত শত গাছের সারি
সবুজ ঘেরা বাগান,
হাজার রঙের ফুলের মেলা
পশু পাখির জাগান।
বাংলা মাকে ভালোবাসি
ভোরের স্নিগ্ধ হাওয়া,
খালি পায়ে মেঠো পথে
দিগন্তেরি পাওয়া।
প্রেম মাখানো মানুষ গুলো
বুলায় পরশ যথা,
হাজার বছর স্মৃতি রহে
গ্রামের গল্পকথা।
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।