বসে আছি একা এই পৃথিবীর খেলাঘরে

-মিনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈≈≈≈

বসে আছি একা এই পৃথিবীর খেলাঘরে

এভবের হাটে সকাল সাঁঝে সুখের ঘোরে,

বিশ্বের বুকে টানা পোড়ান চলছে ধ্বংসলীলা

কে যে আপন কে গো পর বোঝেন উপরওয়ালা ,

কত আশা নিয়ে জীবনে বেঁধেছি খেলাঘর

ঝড়ের মাঝেও অটুট থাকে যেন বিশ্বাসের ঘর,

পৃথিবীর বুকে আছে কতো, দুঃখ রিবহ দহন

তবুও মানবের মাঝে আনন্দে ভরে ওঠে মন,

বাগানে কুসুমেরাও ফুটে ঝরে পড়ে বারবার

তরঙ্গের ঢেউ ফুলে ওঠে কভু মিলায় আবার ,

জীবনের পথে সুখ শান্তি কামনা করি সকলে

টাকার জোরে সুখ যায় না কেনা কোনো কালে ,

ঘন কালো নিবিড় বোনের অন্তরালে নীরবে চাহি

বুকের ভিতর গোপন ব্যথার শূন্যতার গান গাহি,

সত্য কথা বলতে এখন বড্ড বেশী জ্বালা

মিথ্যার হয় জয় জয়কার এটাই ধর্মশালা,

মানব জীবনে পথের শেষ নাহি যে কোথায়

বেঁচে থাকার জন্য কষ্ট সহ্য করতে হবে হেথায়,

রং মেঘে সং সেজে করি নিত্য সংসারে পালা

ভালোবাসা শুকিয়ে গেলে হয়না তাতে মালা ,

নীরবে নিভৃতে অভিমানে কেঁদে মরার আগে

পৃথিবীর গন্ধ মাখা রূপ দেখার আশা জাগে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

আমি পুরোপুরি গৃহবধূ। আমার স্বামী কর্মরত। আমার একটি মাত্র কন্যা সন্তান আছে। আমার পিতা মারা গেছেন। শ্বশুর ও শাশুড়ি মাও গত হয়েছেন। বর্তমানে আমরা কলকাতা বসবাস করি। কবিতা ভালো লাগে তাই সময় পেলে একটু লেখার চেষ্টা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*