চল সখিরে

-জিরাফত হোসেন

∞∞∞∞∞∞∞

চল সখিরে ফুল কুড়াতে

শিউলি গাছের তলে

শরৎ এলো হিমেল বায়ে

ফুটছে পদ্ম জলে ।

নীল আকাশে তুলোর মতন

মেঘের ভেলা ভাসে

নদীর পাড়ে কাশের বনে

সাদা ফুলে হাসে ।

মাধবীলতায় ভ্রমর এসে

ফুলের মধু লুটে

টগর ফুলে উঠান কোণে

শরৎ কালে ফুটে ।

ঢাকের কাঠি দেরাম ডেডাম

বামুন পাড়ায় বাজে

ছেলে মেয়ে বায়না ধরে

সাজবে নতুন সাজে ।

চলনা সখি দেখতে দুর্গা

চড়ে ছোট্ট নায়ে

শহর ছেড়ে যাবো দূরে

ওই যে দূরের গাঁয়ে ।

ঘাসের আগায় শিশির ঝরে

শরৎ কালে এসে

কয়েক দিন যে থাকবো সেথা

ফিরব মাসের শেষে ।

∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি –

জিরাফত হোসেন পিতা – মৃত কফিলুদ্দিন সেখ মাতা পছন্দ বিবি

জন্ম- ইং – 01-01-1965 সাল স্থান-গ্রাম -জয়নগর

থানা -রেজিনগর জেলা -মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*