প্রশ্ন (৩)
-বিনয় জানা
∼∼∼∼∼∼∼∼∼
নিজের ছবিটা আয়নায় দেখো,
আগুন তোমার চোখে!
কি হবে এমন আগুন জ্বালিয়ে
পোড়া সমাজের বুকে?
আজ সমাজের কেউ ভালো নেই
আন্দোলনের ফলে;
ছেলেকে হারিয়ে কাতর জননী
ভাসছে চোখের জলে
প্রতিবাদ যদি প্রতিশোধ হয়
ক্ষমতা প্রদর্শনে;
তাহলে বলব-“প্রয়োজন নেই
এমন আন্দোলনে”!
প্রতিবাদ আড়ে ক্ষমতার লোভ;
সমাজ করবে ক্ষমা?
জীবিত থাকলে সমাজের ক্ষতি
চাইত না তিলোত্তমা।
বিবেকের কাছে কি জবাব দেবে
সমাজে থাকবে মান?
সমাজের বুকে ছিলে ভগবান
হয়ে গেলে শয়তান!
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
নাম: বিনয় জানা
ঠিকানা:
গ্রাম: বাড়সুন্দ্রা
পোস্ট: ঈশ্বর দহ জালপাই
জেলা: পূর্ব মেদিনীপুর
পিন: ৭২১৬৫৪
মূলত সাহিত্যের একজন পাঠক। দীর্ঘ কর্ম জীবনের সঞ্চিত সুখ, দুঃখে, হাসি, আনন্দ লিখি আর নিজের লেখা নিজেই পড়ি। আরও আনন্দময় হয়ে উঠে জীবন। বর্তমানে অবসরপ্রাপ্ত NTPC Employee. মনের কথা কবিতার ভাষায় লেখার চেষ্টা।