এক অবসর
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈
এই ধূসর সন্ধ্যা দিয়ে গেল যে, মনের মাঝে এক অবসর,
ধরণী বলছে, এ সময়টা ভালো লাগে বলতো কারকার।
প্রকৃতি যেন সম্পদ এ যেন শুধুই অন্তরের মায়া,
ধরিত্রী যাও গো ভালোবাসিয়া কি সুন্দর তার হিয়া।
প্রকৃতি যেন বেঁধে রেখেছে মনটা, শখের শিকলও দিয়া,
কত সুন্দর সন্ধ্যার প্রকৃতি দৃষ্টির সীমানা তব নয়নপাতে,
তব রাত্রি বলছে,আমি সূর্য উপহার দেব শীতল প্রভাতে।
কে যেন এঁকে গেল সন্ধ্যার ছবি এ যেন শুধুই হিরে,
আনমনা প্রকৃতি সন্ধ্যারও সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে।
দুজনা দুজনের আপন,দেখছে যেন সন্ধ্যার ফিরে ফিরে,
বলছে দুজনা এ যেন মনের তুলিতে আঁকা সন্ধ্যার ছবি,
বিষাদ স্মৃতি নয়,আবার আসবে ফিরে এ ভোরের রবি।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা