এমন ফুলের শরতে

-হাসান জামান

∼∼∼∼∼∼

শরত মানেই নীল শাদা মেঘ

আকাশে পাখির মেলা

সবুজের মাঠে স্বপ্নের দোলা

সকাল সন্ধা বেলা।

হিমেল হাওয়ায় মন ছুঁয়ে যায়

ধূষর হৃদয়ে আদর,

ঘাসের ডগায় হালকা শিশির

পা ভেজা শীত চাদর।

ঢেউ খেলে যায় আদিগন্ত মাঠে

সবুজের সমারোহ

বর্ষা সজল সবুজ ধানের মাঠে

জাগে প্রাণ প্রবাহ!

ফুটে আছে লাল শাপলা পদ্ম

নদী নালা খাল বিলে,

স্বচ্ছ জলে রাতের আকাশ

নাচে নক্ষত্র নীলে।

তিতাস নদীর শান্ত জলে ঢেউ

ঝাউবন কাশফুলে

শিউলি শেফালী গগন শিরীষে

নিঝুম প্রকৃতি দুলে।

শরতে আজ মোহনীয় রাত দিন

মিনজিরি প্রাণ বকুল

অঞ্জলি নিয়ে কলিয়েন্ড্রেরা ফোটে

তোমার জন্য আকুল!

বৃক্ষের ডালে আমলকী জলপাই

ডুৃমুর করমচা তাল,

চালতা ডেউয়া অরবরই আনে

এই সে শরত কাল!

এমন ফুলের শরতে ভাসে প্রাণ

প্রজাপতি উড়ে মনে

পাখির সুরে উড়ে যাই আকাশে

ভেসে যাই দূর বনে।

∼∼∼∼∼∼

কবি পরিচিতি ঃ

কবি হাসান জামান এর প্রকৃত নাম মুহঃহাসানুজ্জামান পিতা নজরুল ইসলাম ও মাতা ওলিমা বেগম। বাড়ি নওগাঁ জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন।ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত। কৈশোর থেকে লেখা লেখির সাথে জড়িত। কবিতার প্রতি আশৈশব ভালোবাসা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*