আবারও রক্তাক্ত বাংলা
-সিরাজুল ইসলাম মোল্লা
∼∼∼∼∼∼∼∼∼∼
আবারও রক্তাক্ত বাংলা-
আজও মরছে মানুষ মারছে মানুষ,
আবারও অগ্নিগর্ভ বাংলা-
জ্বলছে বাড়িঘর জ্বালছে রাক্ষুস।
আজ খামছে ধরেছে সব
বিদেশী হায়েনাসহ দেশীয় ভ্রষ্ট যত,
অমানুষ ভাঙছে ভাস্কর্য
করছে অপদস্থ প্রকাশ্য ভাঙচুররত।
ওরা করছে লুটতরাজ
করছে অগ্নিসংযোগ করছে আক্রমন,
ধোঁকা দিয়েই ছড়িয়ে দিয়েছে
সর্বত্র প্রতিহিংসার আন্দোলন।
সমাবেশ বিক্ষোভ মিছিল স্লোগান
প্রতিবাদ অহরহ প্রতিপদ,
নেই দান নেই বিবেক নেই জবাব,
চায় শুধু ক্ষমতার মসনদ।
আজ ঝরছে অশ্রু কাঁদছে মা
পালিয়ে ভাইবন্ধু অস্থির বাবা,
ভীত শঙ্কিত সবাই, কোথা হতে
কে কখন দিচ্ছে স্বপ্নে থাবা!
এমন লুটেরা বিবস্র বাংলার দৃশ্য
দেখিনি পূর্বে কেউ কখনো,
থামছে না রক্ত থামছে না অশ্রু
থামছে না অগ্নুৎপাত এখনো।
কেন রক্ত কেন অশ্রু কেন উত্তাল
শান্তিপ্রিয় আবহ বাংলার,
ভুল কার কি ভুল- কে দেবে জবাব,
রাষ্ট্রের সবাই নির্বিকার।
অন্ধত্ব স্বার্থবাদ দলপ্রীতি
জন্ম দিয়েছে এমন অরাজকতার,
সমান্তরাল সুযোগে বিশ্বাসঘাতকে
বিষদাঁত করে সদ্ব্যবহার।
বিনষ্ট লক্ষ কোটি সম্পদ
ঝরে অমূল্য প্রাণ লুণ্ঠিত স্বাধীনতা,
কেড়ে অর্থ জীবন মান
স্বেচ্ছাচারিতা গড়ে যায় শুধুই মিথ্যা।
উঠে মুষ্টিবদ্ধ দুহাত করতে সমাজ
রাষ্ট্রের বৈষম্যের সংস্কার,
দিয়েছি রক্ত আরো দিবো রক্ত,
মুক্ত হতে হবে দেশ আমার।
হাতেলাঠি মুখেবুলি জিঘাংসায়
ধ্বসে সাম্প্রদায়িক সম্প্রীতি,
আইনের রক্ষকও হয়ে যায় ভক্ষক,
যেনে এটাই নিয়ম নীতি,
কোথা সুজলা সুফলা শষ্য শ্যামলা
শান্তিপ্রিয় সোনার বাংলা,
চিনিতে না পারি এ কোন বাংলা,
এ যেন এক আহত বাংলা।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।