বাংলার ভূমি
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞∞∞∞
বাংলার ভূমি সর্বশ্রেষ্ঠ তুমি
বিশ্ব ভুবন যাহাকে চিনে,
যুগে যুগে মাগো তব মেদিনী
পথ দেখায় ধরণী জনে।
নানাজাতি নানাধর্ম মিলেমিশে
নানাবর্ণে খেলে তব বুকে,
হিন্দু-মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ শিখে
সবেই তব আঁচলে সুখে।
অমৃতধারা নদীমাতৃক ভুমি
শস্য শ্যামলা উর্বর জমি,
সোনালি ফসলের রাণী মা তুমি
সুজলা সুফলা শান্তিকামী।
চমৎকার তব রূপের বাহারে
প্রভাত রবির কিরণ ঝরে,
উজ্জ্বল শশীর নিশীথ বিহারে
সন্ধ্যাতারা উঁকি মারে দুয়ারে।
রত্নগর্ভা সৃজনী বাংলার “মা-টি”
উজ্জ্বল তব সংসার সৃষ্টি,
যুগে যুগে মাগো শ্রেষ্ঠ আসনটি
বিশ্ব দরবারে বাংলার কৃষ্টি।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- শ্রী সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী
ঠিকানা-
গোপীবল্লভপুর / ঝাড়গ্রাম / পশ্চিমবঙ্গ / ভারতবর্ষ
লেখালেখির সাথে যুক্ত ১৯৭৮ সাল থেকে এযাবৎ।
পেশা- ব্যবসায়ী হলেও সাহিত্য ও সমাজ সেবার সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত।