আদিমতা অবশ্যম্ভাবি
-পীতবাস মণ্ডল
∞∞∞∞∞∞∞
দুর্লভ মনুষ্য জীবনটা আজ
দুর্বৃত্তের ক্রোধে ঠাসা অকাল মৃত্যুর জীবন্ত দলিল ।
অজেয় হিংস্রতার বিষ পারদ
ঊর্ধ্বমুখী প্রবণতায় ছুঁয়েছে ধ্বংসের শীর্ষ চূড়া ।
ইচ্ছে পূরণের বিদঘুটে অভিলাষায়
রাষ্ট্রীয় পরিকাঠামোয় অস্বস্তির চরম উৎকণ্ঠা ।
মনুষ্যত্ব পোড়ার তীব্র দুর্গন্ধে
ভাবি প্রজন্ম আচম্বিতে পঙ্গুত্বের স্বীকার ।
নিরীহ পৃথিবীটার সর্বাঙ্গ জুড়ে
জগদ্দল অবিমৃষ্যকারীর অবাধ বিচরণ ।
একটা অপগণ্ড সর্বভুক পরম্পরা
অট্টহাস্যে ধূলিসাৎ করেছে নাবালকের শৈশব ।
অপ্রত্যাশিত সংশয়ের সুতীব্র গোঙানিতে
বাতাসের শরীরে অনিয়মের বিভীষিকা ।
শান্তি বিনষ্টকারীর উপুর্যুপরি অপযশে
মুখবধির স্বদেশভূমি লজ্জায় মাথানত ।
দস্যুর দৌরাত্ম্যে নিঃস্ব আপামোর
শিক্ষা হারিয়েছে তার স্বকীয় সৌরভ ।
মন্দের তৎপরতায় আদিমতা অবশ্যম্ভাবি
মহামানবের জন্মভিটে যেন আঁধারের যবনিকা ।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি –
নাম – পীতবাস মণ্ডল , গ্ৰা+পোঃ যোগেশ গঞ্জ, জেলা উঃ ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।